বুধবার সকাল 11 টার সময় থেকে তেহট্ট ১ নং চক্র সম্পদ কেন্দ্র থেকে, তেহট্ট ১ নং চক্র সম্পদ কেন্দ্রের মধ্যে অবস্থিত প্রাথমিক বিদ্যালয় গুলির মধ্যে বিতরণ শুরু হল বই। বই বিতরণ সকাল 11 টার সময় থেকে শুরু হয়েছে চলবে বিকেল চারটের সময় পর্যন্ত।
তেহট্ট ১: তেহট্ট ১ চক্র সম্পদ কেন্দ্র থেকে প্রাথমিক গুলির মধ্যে বিতরণ করা হলো বই - Tehatta 1 News