বাঁকুড়া সাংগঠনিক জেলার রানিবাঁধ বিধানসভার মলিয়ান - ১ নাম্বার শক্তিকেন্দ্রে অনুষ্ঠিত হল পরিবর্তন সভা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী। আসন্ন ২০২৬ বিধানসভার ভোটের আগেই প্রতিটি ব্লকের ব্লকে চলছে পরিবর্তন সভা।এই সভায় বিভিন্ন দলীয় আলোচনা করা হয়।