মদ্যপান করে বাইক চালাতে গিয়ে ঘাঁটিগাছায় 12 নম্বর জাতীয় সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 1 আহত 2। সূত্রের খবর, সোমবার রাতে চাকদার বাসিন্দা দুই যুবক রানাঘাটের দিক থেকে চাকদা ফেরার পথে ঘাঁটিগাছা এলাকায় ওপর দিক থেকে আসা অন্য একটি বাইকের সাথে সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন চাকদার বাসিন্দা দুই যুবক ও ওপর বাইকে থাকা বাইক চালক।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চাকদার বাসিন্দা এক যুবকের মৃত্যু হয়।