ঝালদা ২: কোটশীলাতে,'বাংলার ভোট রক্ষা শিবির' -এ মানস রঞ্জন ভূঁইয়ার হাত ধরে কংগ্রেস ছেড়ে ৫১জন যোগ দিলেন তৃণমূলে
আজ দুপুরে জয়পুর বিধানসভা এলাকার ঝালদা ২ নম্বর ব্লকের কোটশিলা তে তৃণমূলের ভোটরক্ষা শিবিরে গিয়ে এসআইয়ের প্রক্রিয়াতে দলের কাজকর্ম খতিয়ে দেখান শেষ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া । এদিন তার হাত ধরে সেখানে এলাকার প্রায় 51 জন ব্যক্তি জাতীয় কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন ।