ইলামবাজার: ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুল রহমান পুনঃরায় সভাপতি হওয়ার জন্য SC সেলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়
ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান পুনঃরায় ব্লক সভাপতি হওয়ার জন্য SC সেলের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয় সন্ধ্যা ৭ টা নাগাদ।উপস্থিত SC সেলের সভাপতি সহ বিভিন্ন সদস্যবৃন্দরা ও ইলামবাজার ব্লক ও বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা।এই সম্মান পাওয়ার পর ইলামবাজার তৃণমূলের ব্লক সভাপতির পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য কর্মীদের সামনে তুলে ধরেন ।