সোমবার কোচবিহার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নানান প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।সেই তালিকায় ছিল আলিপুরদুয়ারও।এদিন বিভিন্ন জায়গায় ভার্চুয়াল উদ্বোধন হয়।জেলা পর্যায়ের অনুষ্ঠান হয় আলিপুরদুয়ার শহরে রবীন্দ্র ভবনে।সেখানে জেলা শাসক আর বিমলা,জেলা পুলিশ সুপার খণ্ডবহালে উমেশ গণপত, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক,জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সহ অন্য প্রশাসনিক আধিকারিক ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।