রবিবার দুপুর থেকে পুলিশ সুপার ও কোচবিহার পৌরসভার মাঝখানে আমরণ অনশন কর্মসূচিতে সামিল হন কামতাপুরি k l o এন্ড লিংক ম্যান ও নির্যাতিতা পরিবারের সদস্যরা। সোমবার সকাল ৯ টা নাগাদ আমরণ অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়ল এক আন্দোলনকারী। খবর পেয়ে তড়িঘড়ি সেই অসুস্থ ব্যক্তিকে এম যে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল পুলিশকর্মী। অনশন মঞ্চ থেকে সেই অসুস্থ ব্যক্তিকে পুলিশ নিজের গাড়িতে করে উন্নতমানের চিকিৎসার জন্য নিয়ে গেল হাসপাতালে