কেশপুর: কেশপুরের আয়েশা প্লেস এর সামনে রাজ্য সড়কের উপর লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক
লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির বাড়ি কেশপুরের ঝেটা জামবোনি গ্রামে। মৃত ব্যক্তির নাম খাদেম মোস্তফা সেখ, পিতা বজলাল সেখ। আজ ভোর চারটে নাগাদ কেশপুর আয়েশা প্লেস এর কাছে ৬ নম্বর রাজ্য সড়কের উপর লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ গিয়ে তাদের কে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে