আজ মকর সংক্রান্তির উৎসবকে কেন্দ্র করে আনন্দে এবং খুশিতে মাতোয়ারা হয়ে উঠেছেন পুরুলিয়া জেলার বড় একটি অংশের মানুষজন। বেসরকারি সংস্থার কর্মী থেকে পরিবহন কর্মী এমনকি দিনমজুররা তাদের কাজে ছুটি নিয়ে সপরিবারে বেরিয়ে পড়েছেন মকর পরবের গ্রামীণ মেলা দেখতে । তাই আজকে অঘোষিত অর্ধ দিবস বনধের চেহারা নিল পুরুলিয়া ।