ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম পৌরসভায় নেতৃত্বে পরিবর্তন — সরে দাঁড়ালেন কবিতা ঘোষ, নতুন চেয়ারম্যান ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর পাল
ঝাড়গ্রাম পৌরসভায় প্রত্যাশিতভাবেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন কবিতা ঘোষ। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ বিধানসভা নির্বাচনের দিক মাথায় রেখে দলীয় নির্দেশ মেনেই তাঁর এই সিদ্ধান্ত। তৃণমূল পরিচালিত পৌরবোর্ডের পরিষেবা ও কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ বাড়ছিল শহরবাসীর মধ্যে। জলসঙ্কট, রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ পৌর পরিষেবা — নানা ইস্যু নিয়ে অসন্তোষ জমছিল শহরজুড়ে। সেই পরিস্থিতি সামলাতেই অবশেষে নেতৃত্বে রদবদলের পথে হাঁটল শাসকদল।