মোকাভিনয় শিল্পকে বাঁচিয়ে রাখতে লড়াই করে যাচ্ছেন ক্যানিংয়ের বাসিন্দা সুখেন। ৪৭ তম সুন্দরবন মেলার ষষ্ঠ দিনের রাতে মেলার মূল মঞ্চ থেকে পরিবেশিত হলো মুকাভিনয়। সুন্দরবনকে বাঁচানোর বার্তা দিতে মোকাবিলায় পরিবেশন করেন সুখেন ও তার ছাত্র-ছাত্রীরা। সকলেই মুগ্ধ তাদের পরিবেশনায়।