👉 ২০২৬ শে বিধানসভা ভোটের আগে দিনহাটায় বিজেপিতে ভাঙ্গন। বিজেপির প্রাক্তন কোচবিহার জেলা কিষান মোর্চার সহসভাপতি নিরঞ্জন বর্মন বিজেপি ছেড়ে মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে তৃণমুলে যোগদান করেন। বুধবার সকাল ১১টা নাগাদ এই যোগদান কর্মসূচি তে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ওয়ান B ব্লক কমিটির সভাপতি অনন্ত বর্মন ও অন্যান্য নেতৃত্ব। যদিও এই যোগদান প্রসঙ্গে বিজেপির তরফে