আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ID র তল্লাশীতে দলীয় তথ্য সংগ্রহর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে গড়বেতা শহরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল নেতাকর্মীরা। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়,ব্লক সভানেত্রী মিঠু পতিহার,সাবিনা বেগম,মৃন্ময় শুকূল প্রমূখ।