রতুয়া চক্রের উদ্যোগে বার্ষিক শিশু ক্রীড়া উৎসবের আয়োজন করা হলো রতুয়া স্টেডিয়াম প্রাঙ্গনে। বিভিন্ন প্রান্তের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে এই শিশু ক্রীড়া উৎসব আয়োজিত হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক সমর মুখার্জি ছাড়াও জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ ফজলুল হক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা অভিভাবকরা। এক জমজমাট ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের পুরস্কারও তুলে দেওয়া হচ্ছে।