ধৃত দুজনকে বৃহস্পতিবার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতে পেশ করে পুলিশ এবং বিচারক তাদের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে নির্দেশ দিয়েছেন। বক্সীরহাট থানা সূত্রে খবর অবৈধভাবে বালু পাথর পাচারের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় অভিযানে নেমে বালুভর্তি দুটি লরি ও একটি ট্রাক্টর আটক করা হয়েছে। চালক কোন বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।