নানুর: মা লক্ষী কে স্মরণ করে কার্তিকের সংক্রান্তি তে কীর্ণাহার জুড়ে পুঁজিত হচ্ছে মুঠ
Nanoor, Birbhum | Nov 17, 2025 প্রাচীন প্রথা ও রীতি মেনে নানুর কীর্ণাহার এলাকায় ঘরে ঘরে মুঠ পুজো হয়ে গেল আজ অর্থাৎ সোমবার। কৃষকদের ধান কাটার সূচনা হয় এই মুঠ পুজোর মধ্য দিয়ে।তবে আধুনিক কালে এই পুজোর রীতি বদলেছে অনেক টাই।এদিন জমি থেকে আড়াই মুন ধান কেটে নিয়ে এসে সেই ধানের গুচ্ছ প্রথা মেনে পুজো করা হয় বাড়িতে।মূলত এই পুজোর মধ্য দিয়ে নবান্ন উৎসবের সূচনা করা হয়।উল্লেখ্য,সংক্রান্তির দিন চাষির ঘর থেকে স্নান করে মাঠে গিয়ে নিজেদের জমি থেকে আড়াই মুঠ ধান কেটে নামা বলির মধ্যে সে।