কালচিনি: কারো ২০ হাজার,আবার কারও ৩০, মাত্রারিক্ত বিদ্যুতের বিলে মাথায় হাত সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের একাধিক শ্রমিকদের
কারো কুড়ি হাজার,আবার কারও তিরিশ,আবার কারও তারও বেশি, এরকম মাত্রারিক্ত বিদ্যুতের বিলে মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের একাধিক শ্রমিকদের। এ নিয়ে কালচিনি বিদ্যুৎ বিভাগে এসে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় গ্রাম চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ শ্রমিকরা। তাদের অভিযোগ, বাগানে কাজ করে দৈনিক ২৫০ টাকা মজুরি মেলে।এই অবস্থায় কীভাবে কেউ ২০,৩০ হাজার টাকার মতো বিল দিতে পারবে।