বোলপুর-শ্রীনিকেতন: শান্তিনিকেতনের 50 Bengal Battalion-এ বর্ণাঢ্য আয়োজন, পালিত হল ৭৮তম এনসিসি দিবস
আজ ২৩ শে নভেম্বর রবিবার আনুমানিক সকাল ১০ টা নাগাদ ৭৮তম এনসিসি দিবস শান্তিনিকেতনের 50 Bengal battalion এ যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসির সিও সহ একাধিক উর্ধ্বতন আধিকারিক, বোলপুরের মহকুমা আধিকারিক রিকি আগারওয়াল, দমকল বিভাগের অফিসার, বিশ্বভারতীর আধিকারিক এবং বিভিন্ন স্কুল–কলেজের এনসিসি সদস্য ছাত্র-ছাত্রীরা। দেশপ্রেম, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। প্যারেড, সাংস্কৃতিক