কৃষ্ণনগর ১: আগামীকাল থেকে কৃষ্ণনগর - আমঘাটা রুটে চলবে তিন বেলা ট্রেন, আজ সারাদিন হল রেলের পক্ষ থেকে শেষ মুহূর্তের ট্রায়াল
অবশেষে প্রতীক্ষার অবসান গত শনিবার কৃষ্ণনগর আমঘাটা রেলপথে ট্রেন চলাচলের শুভ সূচনা হয়। আগামী সোমবার থেকে সকাল দুপুর এবং রাত্রে তিন বেলা চলবে ট্রেন। শনিবার ট্রেন চলাচলের সূচনা করেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আগামীকাল থেকে কৃষ্ণনগর রামঘাটা রুটে চলবে তিনবেলা ট্রেন আজ সারাদিন হলো রেলের পক্ষ থেকে শেষ মুহূর্তের ট্রায়াল।