ঝালদা ১: মারচা গ্রামে বেড়া জালে আটকে বিশালাকৃতির পাইথন
মারচা গ্রামে জালে আটকে বিশালাকৃতির পাইথন। সোমবার দুপুর বারোটা নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুইসা এলাকার মারচা গ্রামে একটি বেড়াজালে আটকেছিল বিশাল আকৃতির পাইথন যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়দের চোখে পড়তে ভীড় জমতে থাকে ঘটনাস্থলে। পরে স্থানীয় মানুষজন মনেকর্মীদের উদ্যোগে সেখান থেকে সাপটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।