ক্যানিং ২: মাখালতলায় পুকুর পাড়ে ময়লা ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, খুড়তুতো ভাইয়ের হাতে আক্রান্ত দাদা
পুকুর পাড়ে ময়লা ফেলাকে কেন্দ্র করে বিবাদ। ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই খুড়তুতো ভাইয়ের মধ্যে বিবাদের জেরে সংঘর্ষ। ঘটনায় জখম মোসলেম দত্ত নামে এক ব্যক্তি। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঘুটিয়ারিশরীফের উত্তর মাখালতলা এলাকায়। এই ঘটনায় অভিযোগের আঙুল মোসলেমের খুড়তুতো ভাই কুতুবুদ্দিন লস্করের দিকে। আহতকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘুটিয়ারিশরীফ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মোসলেম।