সন্দেশখালি ২: এস আই আর আবহে ধূচনে খালি তে বাংলাদেশী ভোটারের হদিশ, এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন স্থানীয় বি এল ও
এস আই আর আবহে ধূচনে খালি এলাকায় বাংলাদেশী ভোটারের হদিশ, এই প্রসঙ্গে ওই এলাকা থেকে রবিবার দুপুর দুটো নাগাদ প্রতিক্রিয়া দিলেন স্থানীয় বুথ লেভেল অফিসার রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর। আর এই এসআইআর শুরু হতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হদিস পাওয়া গেল সন্দেশখালিতে। সন্দেশখালি দুই নম্বর ব্লকের অন্তর্গত কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের ২৩৫ নম্বর বুথে অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। স্থানীয় বাসিন্দাদের দাবি এই বুথে প্রায় কুড়ি থেকে পচিশ জন বাংলাদেশি