ক্যানিং ১: ক্যানিংয়ের কলেজ হাট এলাকায় মোটরবাইক দুর্ঘটনায় যখম এক শিক্ষক
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার ট্যাংরাখালী কলেজ হাট মোড়ের কাছে। শিক্ষক অপূর্ব নস্কর স্কুল থেকে যখন বাড়ি ফিরছিলেন তখনই বাহিরসোনা থেকে কলেজ হাটের দিকে যাচ্ছিল একটি বাইক। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুতর জখম হন অপূর্ব। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেড