ইলামবাজার: ইলামবাজার ব্লকের রটন্তী অনুষ্ঠান ভবনে BLA2-দের নিয়ে SIR সংক্রান্ত সভা, উপস্থিত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
ইলামবাজার ব্লক রটন্তী অনুষ্ঠান ভবনে BLA2 দেরকে নিয়ে SIR সংক্রান্ত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয় বেলা ৪ টা নাগাদ।এই সভায় SIR সংক্রান্ত বিভিন্ন বক্তব্য তুলে ধরেন ব্লক,বুথ ও অঞ্চল স্তরের কর্মীদের সামনে।কিভাবে ভোটার তালিকার কাজকর্ম করতে হবে তারই এক সঠিক বার্তা তুলে ধরা হয় প্রত্যেক বুথ অঞ্চল ও BLA2 কর্মীদের সামনে।