আরামবাগ: মোটরসাইকেল না পেয়ে ভাইয়ের প্রতি অভিমান,আরামবাগে আত্মঘাতী দাদা
মোটরসাইকেল না পেয়ে ভাইয়ের প্রতি অভিমান,গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দাদা।ঘটনাটি ঘটেছে আরামবাগের মাঝপাড়া এলাকায়।মৃতর নাম অর্জুন সাঁতরা।জানা গেছে,গতকাল অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য ভাইকে মোটরসাইকেল চেয়েছিল সে।ভাই তা না দেওয়াই সামান্য কথা কাটাকাটি হয়।এতেই অভিমান হয় পেশাই রং মিস্ত্রি দাদার।রবিবার সকালে তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে দেখে পুলিশ কে খবর দেওয়া হয়।অভিমানেই সে আত্মঘাতী হয়েছে বলে অনুমান পরিবারের।যদিও ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।