রায়গঞ্জ: সুদর্শনপুরে সাংসদ অফিস থেকে ২৫০ জন প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গজনদের সহায়ক যন্ত্র বিতরণ সাংসদ কার্তিক চন্দ্র পালের
ভারত সরকারের “এক ভারত, শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত” উদ্যোগের অংশ হিসেবে প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়ালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। মঙ্গলবার রায়গঞ্জের সুদর্শনপুরের সাংসদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ ও দিব্যাঙ্গদের কৃত্রিম অঙ্গ, হুইলচেয়ার, শ্রবণ যন্ত্র, স্ক্রাচসহ বিভিন্ন সহায়ক সামগ্রী প্রদান করা হয়। শিবিরে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ ও অন্যান্য দলীয় নেতৃত্ব।