কুমারগ্রাম: চেংমারিতে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হল, উপস্থিত আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ
শনিবার চেংমারি এলাকায় বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হল। এদিন সকাল নাগাদ চেংমারিতে অবস্থিত বীর বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তির্কি, বিজেপির আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্য লুইস কুজুর সহ অন্যরা। এদিন বীর বিরসা মুন্ডার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এরপর বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করা হয়।