বারাসাত ১: একাধিক দাবি জানিয়ে বারাসাতে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি জমা ও দাবি না মানলে কাজ বয়কটের হুশিয়ারি দিল HHW কর্মীরা
বারাসাতে বিক্ষোভ মিছিল এইচ এস ডাব্লু কর্মীদের, ১৮ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগণা জেলার শহর বারাসাতে বিক্ষোভ মিছিল করতে দেখা গেল এইচএস ডব্লিউ কর্মীদের, পাশাপাশি একাধিক দাবি নিয়ে তারা জেলা শাসক দপ্তরে স্মারকলি প্রিয় জমা দেয়, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত টাকায় কেনা মোবাইল ফোন দিয়েই তারা যাবতীয় কাজকর্ম করতেন, তবে সম্প্রতি দীপাবলীর উপহার স্বরূপ মোবাইল কেনার জন্য 10000 টাকা করে এইচএসডব্লু কর্মীদেরকে দেয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে তবে তার বিনিময়ে