শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হলো সাঁওতালডিতে। রবিবার সকাল দশটা নাগাদ সাঁওতালডি থানার অন্তর্গত বাইপাস রোড ফুটবল ময়দানে সাড়ম্বরে পালিত হয় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব, স্থানীয় এলাকার বহু মানুষ এই অনুষ্ঠান দেখতে ভিড় জমান। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।