ক্যানিং ১: প্রতিবেশীর সাথে বিবাদ, মহিলার কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ তালদির রাজাপুরে
প্রতিবেশীর সাথে বিবাদে কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ। প্রতিবেশির সাথে বিবাদের জেরে মারধর করে এক মহিলার কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ ক্যানিংয়ের তালদি রাজাপুর এলাকায়। অভিযোগ মদন মণ্ডল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সন্ধ্যা হালদার ও তাঁর ছেলে বাপি হালদার। মদনদের গাছ সন্ধ্যাদের বাড়িতে নুইয়ে পড়েছে। সেখানে ভিমরুল চাক তৈরি করেছে। সেই চাক ভাঙতে বা ডাল কাটতে বলেছিলেন সন্ধ্যা ও তাঁর ছেলে। অভিযোগ সেই কারণেই বচসা বাধে মদন ও তার পরিবারের সাথে।