জলঙ্গি: জলঙ্গিতে কবরস্থানের কাছে উদ্ধার ১০টি তাজা সকেট বোমা, চাঞ্চল্য এলাকায়
জলঙ্গিতে কবরস্থানের কাছে উদ্ধার ১০টি তাজা সকেট বোমা, চাঞ্চল্য এলাকায় জলঙ্গি থানা এলাকার ফারাজিপাড়া, ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের কবরস্থানের কাছ থেকে উদ্ধার হলো প্রায় ১০টি তাজা সকেট বোমা। জেলা হেল্পলাইন নম্বর এ পাওয়া একটি গোপন সূত্রের ভিত্তিতে জলঙ্গি থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় তল্লাশি অভিযান চালায়। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার ওসি দীপক হালদার সহদার টিম। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। অভিযানে একটি নীল রঙের প্লাস্টিকের