সন্দেশখালি ১: বাউনিয়া পোলপাড়া এলাকায় নদীর বাঁধ ভাঙ্গার পর সংস্কার করা হলো নদী বাঁধ
বাউনিয়া পোলপাড়া এলাকায় নদীর বাঁধ ভাঙ্গার পর শুক্রবার বিকেল চারটে নাগাদ সংস্কার করা হলো নদী বাঁধ পূর্ণিমার ভরা কটালের জেরে সন্দেশখালি এক নম্বর ব্লকের অন্তর্গত বাউনিয়া পোলপাড়া এলাকায় শুক্রবার সকালে নদীর বাঁধ ভেঙে যায়। বিদ্যাদরী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর নদীর নোনা জলহু করে ঢুকতে শুরু করে লোকালয়ের মধ্যে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সন্দেশখালি ১ নম্বর ব্লকের প্রশাসনিক আধিকারিকরা ও ন্যাজাট থানার পুলিশ কর্মীরা। ভাটা নেমে যাওয়ার পর এলাকার বাসিন্দা