শান্তিপুর: গভীর রাতে শান্তিপুরের কৃষ্ণকালী তলায় মাছ ভর্তি চারচাকা লড়ি খাদে গিয়ে পড়লো, কোনো হতাহতের খবর নেই
গভীর রাতে শান্তিপুরের কৃষ্ণকালী তলায় মাছ ভর্তি চারচাকা লড়ি খাদে গিয়ে পড়লো, মাঝরাতে মাছ ভর্তি চারচাকা লড়ি পড়ে গেল খাদে, শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালী তলার ঘটনা। উদ্ধার কাজে হাত লাগিয়েছে জেসিবি। জানা যায় গুপ্তিপাড়া ফেরিঘাট পার হয়ে শান্তিপুর গোভাগার মোড় এলাকায় যাওয়ার পথেই গতকাল রাত একটা নাগাদ কৃষ্ণকালী তলার পুলের একদিক খারাপ হওয়ায় সাইড কাটাতে গিয়েই এই বিপত্তি, হতাহতের কোন খবর নেই আর আজ সকাল ১০ টা নাগাদ আমাদের ক্যামেরার সামনে এ