পাঁশকুড়া: আজ নারান্দা তে শহীদ বিনয় বাদল দীনেশ সংঘের উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত পৌরসভার চেয়ারপার্সন
গ্ৰীষ্মের প্রচন্ড দাবদাহে রক্তের ঘাটতি মেটাতে রবিবার নারান্দাতে শহীদ বিনয় বাদল দিনের সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো, পাঁশকুড়া সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংকের সহায়তায় রক্তদান শিবিরটি চলছে, রক্তদাতাদের উৎসাহ দিতে তাদের হাতে লাল গোলাপ তুলে দেন পৌরসভার চেয়ারপার্সন, দুপুর একটা নাগাদ পাঁশকুড়াতে প্রতিক্রিয়া দেন ক্লাবের কর্মকর্তারা।