আলিপুরদুয়ার ১: ২০তম ডুয়ার্স উৎসব অনুষ্ঠিত হবে ১২ দিন,আগামী ৩০ ডিসেম্বর থেকে উৎসব শুরু হবে বলে SDO অফিসে বৈঠক শেষে জানানো হলো
২০ তম ডুয়ার্স উৎসব অনুষ্ঠিত হবে ১২ দিন। গত বছর ১১ দিন উৎসব চললেও এবছর সেটা একদিন বাড়ানো হলো।শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ আলিপুরদুয়ার মহকুমা শাসকের দপ্তরে ডুয়ার্স উৎসব কমিটির বৈঠকে শেষে এমনটাই জানানো হলো।বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা শাসক অরবিন্দ ঘোষ,মহকুমা শাসক দেবব্রত রায়, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক,আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল,উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী।