রাজনগর: রাজনগরে পয়লা অগ্রাহায়ন মীর সাহেবের দরগায় পালিত হল সম্প্রীতির নবান্ন
রাজনগরে পয়লা অগ্রাহায়ন মীর সাহেবের দরগায় পালিত হল সম্প্রীতির নবান্ন। পহেলা অগ্রহায়ণ রাজনগরের কাদাকুলি গ্রাম সংলগ্ন মীর সাহেবের দরগায় হিন্দু ও মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে নবান্ন উৎসব পালন করলেন। নতুন ধানের অন্ন নবান্ন। পহেলা অগ্রহায়ণ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ধান মাঠের ঈশান কোণে গিয়ে এক মুঠ ধান কেটে শাক শাঁখ বাজিয়ে গঙ্গাজল ছিটিয়ে সেটিকে লাল বা হলুদ কাপড়ে মুড়ে রাস্তায় কোন কথা না বলে বাড়ি ফেরেন এরপর সেই ধান দিয়ে লক্ষ্যে পূজা করা হয়।