তেহট্ট ২: সাহেবনগরে অভয়নগর অধিবাসীবৃন্দের পরিচালনায় শ্রী শ্রী মা রক্ষা কালী পুজো ও মেলার শুভ উদ্বোধন
পলাশীপাড়া বিধানসভার সাহেবনগরে সাহেবনগর অভয়নগর অধিবাসীবৃন্দের পরিচালনায় শ্রী শ্রী মা রক্ষা কালী পুজো ও মেলার শুভ উদ্বোধন হলো বুধবার। আগামী ২৬ শে নভেম্বর পর্যন্ত চলবে এই পুজো এবং মেলা। বুধবার এই পুজো এবং মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী এবং দৃষ্টিকোণ সমাজসেবী সংগঠনের কর্ণধার অনুপ কুমার রায় এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা, প্রদীপ প্রচলন এবং নিত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই পুজোকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ উন্মাদনা থাকে।