পূর্বস্থলী ১: গঙ্গানন্দপুরে ২০০২ সালের পুরনো তালিকায় জ্বলজ্বল করছে নাম, কিন্তু কমিশনের প্রকাশিত ওয়েবসাইট থেকে নাম উধাও ১১ জনের!
পুরানো ২০০২ সালে ভোটার তালিকার সংযোজিত অংশের তালিকায় তাঁদের নাম ছিল। অথচ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ভোটার তালিকায় নেই নাম। এমনই আশ্চর্য জনক ভাবে পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের গঙ্গানন্দপুর এলাকার ১১ জনের নাম না থাকায় বিপাকে পড়েছেন তারা। তাঁদের এনামুরেশন ফর্ম এখনও অনলাইনে আপলোড করা যায়নি। এই পরিস্থিতিতে তারা কিভাবে তাদের এনামুরেশন ফর্ম ফিলাপ করবেন তা নিয়ে চিন্তিত তাঁরা।