বারাসাত ১: দত্তপুকুর স্টেশন রোড আমন্ত্রণ মোড় এলাকার রাস্তার বেহালদশা, অতিসত্বর মেরামতের আশ্বাস শাসক দলের নেতার
#jansamasya
উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ব্যায়াম সমিতি থেকে আমন্ত্রণ মোড় হয়ে দত্তপুকুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যে রাস্তা ঠিক সেই রাস্তার এই আমন্ত্রণ মোর আগে বেশ কিছুটা রাস্তার বেহাল দশা। চরম ভোগান্তিতে স্থানীয় মানুষ সহ ওই রাস্তার পথচারীরা, অল্প বৃষ্টিতেই জমছে জল খানাকন্দে ভরে উঠেছে গোটা রাস্ত