শান্তিপুর: এসআইআর এর বিষয়ে মানুষকে অবগত করতে ও এসআইআর এর ফর্ম ফিলাপ করতে ফুলিয়ায় সহায়তা শিবিরের আয়োজন করলো বামেরা
Santipur, Nadia | Nov 16, 2025 এসআইআর এর বিষয়ে মানুষকে অবগত করতে ও বাড়ী দিয়ে আসা এসআইআর এর ফর্ম ফিলাপ করতে মানুষকে সাহায্য করার জন্য এবার উদ্যোগী হলো বামেরা। আর তারই অঙ্গ হিসেবে ফুলিয়ায় এসআইআর সহযোগিতা শিবির খুললো বামেরা। ফুলিয়া সিপিআইএম এর উদ্যোগে আয়োজিত এই শিবিরে সহযোগিতা চাইতে রবিবার দুপুরে উপচে পড়লো সাধারণ মানুষের ভিড়। রবিবার এই প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাদের জানানো হয় যে.....