ভাতার গীত সংগীত স্কুলের পক্ষ থেকে রাজ্য ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ভাতার বয়েজ হাই স্কুলে। চারটি ইভেন্টে এক হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করল। কর্মসূচি চলল রবিবার তিনটে 30 মিনিট পর্যন্ত। ভাতার কদমতলায় রয়েছে গীত সংগীত স্কুল। তাদের উদ্যোগে রাজ্য ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ভাতার হাইস্কুলে। নাচ ,গান, আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে এই কর্মসূচি হয়।