লালগোলা: তারানগরে ভাঙনদুর্গতদের ক্ষোভ—যোগ্যদের নাম বাদ, অযোগ্যদের লিস্ট; প্রধানের বিরুদ্ধে ইচ্ছাকৃত রাজনীতির অভিযোগ
তারানগর, লালগোলা — ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ২টা: তারানগর ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, যেসব পরিবার নদীভাঙনে সর্বস্ব হারিয়েছে, যাদের ঘরবাড়ি পর্যন্ত নদীর তলায় চলে গেছে— তাদের অনেকেই সরকারি আর্থিক সহায়তার তালিকায় এখনো পর্যন্ত জায়গা পায়নি। অথচ অযোগ্য বহু ব্যক্তির নাম তালিকায় ঢুকে গেছে স্থানীয় প্রধান রফিকুল ইসলামের নেতৃত্বে তৈরি করা লিস্টে। বাসিন্দারা জানিয়েছেন, “আমাদের ব্যাংক অ্যাকাউন্ট