সুতাহাটা: নতুন ব্যাটারিচালিত অটো রোডে চালাতে না পেরে স্বেচ্ছামৃত্যুর আবেদন দুই অটোচালক এই নিয়ে রাজনৈতিক তরজা তৃণমূল বিজেপি
নতুন ব্যাটারিচালিত অটো রোডে চালাতে না পেরে স্বেচ্ছামৃত্যুর আবেদন দুই অটোচালক নিয়ে রাজনৈতিক তরজা তৃণমূল বিজেপি মঙ্গলবার বিকেল পাঁচটার সময় বলেন। সুতাহাটায় অটো ইউনিয়নের চাপে চরম সংকটে দুই অটোচালক। অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের দাদাগিরির জেরে নিজেদের নতুন কেনা ব্যাটারিচালিত অটো রাস্তায় চালাতেই দিচ্ছে না ইউনিয়নের একাংশ। ফলে রোজগার বন্ধ হয়ে পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশ-প্রশাসনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন।