কালচিনি: পর্যটকদের কথা মাথায় রেখে রবিবার সীমান্ত শহর জয়গাঁ থেকে কলকাতা পর্যন্ত চালু হল বিশেষ বাস পরিষেবা
পর্যটকদের কথা মাথায় রেখে রবিবার সীমান্ত শহর জয়গাঁ থেকে কলকাতা পর্যন্ত চালু হল বিশেষ বাস পরিষেবা। বাসটি জয়গাঁ থেকে জলদাপাড়া জঙ্গল হয়ে মাদারিহাট, পরে সেখান থেকে চালসা, লাটাগুড়ি,ময়নাগুড়ি ও শিলিগুড়ি হয়ে কলকাতা পৌঁছবে। ডুয়ার্সের পর্যটনের বিস্তার ঘটাতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।এর পূর্বে ডুয়ার্সের পর্যটনের সুবিধার্থে এমন কোনো বাস পরিষেবা ছিল না বলে এদিন বিকেল পাঁচটা নাগাদ জানালেন পর্যটন ব্যবসায়ীরা।