ইলামবাজার: ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি রাস উৎসবের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফজলুর রহমান
ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি রাস উৎসবের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান সন্ধ্যা ৭ টা নাগাদ। উপস্থিত বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদে কর্মাধ্যক্ষ ও জেলার কোর কমিটির সদস্য রবি মুর্মু, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সহ বিভিন্ন অঞ্চলের কর্মীরা এবং মঙ্গলডিহি গ্রামের অগণিত সাধারণ মানুষ।