সিমলাপাল ব্লকের দুবরাজপুর অঞ্চলে আজ বিকেলে বুথভিত্তিক SIR সংক্রান্ত ফর্ম ফিলআপ ও জমাদান প্রক্রিয়া স্বচক্ষে পর্যালোচনা করলেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ। এলাকার বিভিন্ন বুথে বাড়ি বাড়ি ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলেন তিনি। ভোটাররা ঠিকভাবে ফর্ম পূরণ করেছেন কিনা, নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়েছেন কি না— সেই সব বিষয় খতিয়ে দেখেন বিধায়ক। পাশাপাশি প্রয়োজনে তাঁদের পরামর্শ দেন এবং ফর্ম সংক্রান্ত যে কোনও সমস্যায় পাশে থাকার আশ্বাসও দেন।