কুমারগ্রাম: পশ্চিম চকচকায় পুলিশের অভিযানে মাদক সহ ধৃত এক যুবক, বাজেয়াপ্ত ৩.৬৫ গ্রাম মাদক
পশ্চিম চকচকা গ্রামে অভিযান চালিয়ে মাদক সহ এক যুবককে গ্রেফতার করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম মুন্না চৌধুরী ওরফে ছোট। রবিবার ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়। তাঁকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে পশ্চিম চকচকা এলাকায় অভিযান চালায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। সেসময় মাদক সহ হাতেনাতে মুন্নাকে পাকড়াও করা হয়। মুন্নার কাছ থেকে ৩.৬৫ গ্রাম সান ফ্লাওয়ার জাতীয় মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।