কৃষ্ণনগর ১: বেঁচে থাকতেও ভোটার তালিকায় মৃত, মেলেনি SIR ফর্ম, দুশ্চিন্তায় পরিবার, কৃষ্ণনগর থেকে প্রতিক্রিয়া জেলা শাসকের
৮২ চাপড়া বিধানসভার হাতিশালা ১ পঞ্চায়েতের হাতিশালা হালদার পাড়ার বাসিন্দা উমারানী সাহা, বয়স ৮০ বছর। এখনো দিব্যি হেঁট চলে বেড়াচ্ছেন, অথচ ভোটার তালিকায় মৃত। ২০২৫ সালের ভোটার তালিকায় তার নাম থাকলেও তা ডিলিটেড দেখানো হয়েছে অর্থাৎ ভোটার তালিকা অনুযায়ী তিনি মৃত। ফলে পরিবারের অন্যান্য সদস্যরা SIR ফর্ম পেলেও তিনি পাননি। তা দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা।