লালগোলা: লালগোলার উত্তর লতিবা পাড়ায় হেরোইন উদ্ধার — পুলিশের অভিযানে চাঞ্চল্য সন্ধ্যে পাঁচটা নাগাদ
মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত উত্তর লতিবা পাড়া এলাকায় হেরোইন পাচারচক্রের খবর পেয়ে পুলিশের বিশেষ অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। সর্ষের মাধ্যমে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ওই বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। অভিযানে উদ্ধার হয় মোট ২৮৮ গ্রাম হেরোইন। অভিযানের নেতৃত্বে ছিলেন লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস, উপস্থিত ছিলেন ভগবানগোলা SDPO বিমান হালদার, ভগবানগোলা সার্কেল ইন্সপেক্টর মানষ দাস-সহ অন্যান্য প