গড়বেতা ১: বাড়ি বাড়ি না গিয়ে SIR এর ফ্রম বিলি করছে BLO, অভিযোগ BJP র,চাঞ্চল্য গড়বেতার লেদাগামারে
বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় বসে SIR এর ফর্ম বিলি করছে BLO,এমনটাই অভিযোগ BJP র, আর এই ভিডিও প্রকাশ হতেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের লেদাগামার এলাকার ১০১ নম্বর বুথে, মঙ্গলবার এমনটাই অভিযোগ তুলছে বিজেপি,এই দিন সন্ধ্যে সাতটা নাগাদ বিজেপির অভিযোগ ওই BLO বাড়ি বাড়ি না গিয়ে এইরকম ভাবে ফর্ম বিলি করছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা।